শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড তাদের টাইলস প্ল্যান্টের ৩ নম্বর প্রোডাকশন লাইনে পুনরায় উৎপাদন শুরু করেছে। দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ কাজ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
কোম্পানি সূত্র জানায়, টাইলস প্ল্যান্টের চারটি প্রোডাকশন লাইনের মধ্যে ৩ নম্বর লাইনটি গত ৮ অক্টোবর ২০২৫ থেকে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে বন্ধ ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে সংস্কার কার্যক্রম শেষ করে উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।
উল্লেখ্য, রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে আরএকে সিরামিকসের উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল না। এ সময় লাইন-১, লাইন-২ ও লাইন-৪ স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চালু রেখেছিল, ফলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
৩ নম্বর প্রোডাকশন লাইন পুনরায় চালু হওয়ায় এখন কোম্পানিটির মোট উৎপাদন ক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাবে। আধুনিকায়ন ও সংস্কার কাজ শেষ হওয়ায় উৎপাদন প্রক্রিয়ায় গতি বাড়বে এবং পণ্যের মান আরও উন্নত হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষকদের মতে, উৎপাদন পূর্ণমাত্রায় ফেরায় আরএকে সিরামিকসের ব্যবসায়িক কার্যক্রম ও ভবিষ্যৎ আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে, যা শেয়ারহোল্ডারদের জন্যও সুখবর হতে পারে।
























