ঢাকা   সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

ন্যাশনাল টিউবসের ৪৫তম এজিএম অনুষ্ঠিত, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

ন্যাশনাল টিউবসের ৪৫তম এজিএম অনুষ্ঠিত, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) লাইসেন্সধারী এমএস ও জিআই পাইপ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড (এনটিএল)-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এই সভা আয়োজন করা হয়।

এজিএমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুঃ আনোয়ারুল আলম। তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠানের সাম্প্রতিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় এনটিএল-এর পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব (বিএসটিআই) নুরুন্নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক ড. রিদওয়ানুল হক। এছাড়াও সভায় অংশ নেন এনটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিরুপম সিংহ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আবু সাঈম

বার্ষিক সাধারণ সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ছাড়াও বিএসইসির সচিবসহ ন্যাশনাল টিউবসের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড পর্যালোচনা এবং আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।