রবিবার (২২ ডিসেম্বর’২৫) শেয়ারবাজারে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের উত্থানের মধ্যেই বিক্রেতা সংকটের কারণে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত (হল্টেড) হয়েছে। স্টকনাও সূত্রে জানা গেছে, আজ ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে, এর মধ্যে ৩০২টির শেয়ারদর বেড়েছে।
হল্টেড কোম্পানিগুলো হলো— ফাস ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স বিডি, মুন্নু এগ্রো, রহিম টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং, বে-লিজিং, তুংহাই নিটিং, জিএসপি ফাইন্যান্স এবং বিআইএফসি।
এদিন সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফাস ফাইন্যান্স-এর শেয়ারদরে। শেয়ারদর ৭ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৭৯ পয়সায় পৌঁছায়। দিনের মধ্যে দর ওঠানামা করেছে ৭৪–৭৯ পয়সার মধ্যে। দিনশেষে লেনদেন হয়েছে ৫ লাখ ২৮ হাজার টাকা।
ফ্যামিলি টেক্স বিডি-র শেয়ারদর ১০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়ে ১ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। দিনের মধ্যে দর ১ টাকা ১০–১ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। লেনদেন হয়েছে ৬ লাখ ৪৬ হাজার টাকা।
মুন্নু এগ্রো-র শেয়ারদর ২৯ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৩৬৯ টাকা ৩০ পয়সায় পৌঁছায়। দিনের মধ্যে শেয়ারদর ৩৩৯–৩৬৯ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকা।
অন্য ছয় কোম্পানির মধ্যে রহিম টেক্সটাইল ১৮ টাকা ৫০ পয়সা (৮.৭১%), প্রিমিয়ার লিজিং ৫ পয়সা (৮.২০%), বে-লিজিং ২০ পয়সা (৭.৪১%), তুংহাই নিটিং ১০ পয়সা (৬.৬৭%), জিএসপি ফাইন্যান্স ১০ পয়সা (৬.২৫%) এবং বিআইএফসি ১০ পয়সা (৫.৮৮%) বৃদ্ধি পেয়েছে।
























