ঢাকা   সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

সালভো অর্গানিকে এমডির আস্থা, আরও ৬ লাখ শেয়ার কেনার ঘোষণা

সালভো অর্গানিকে এমডির আস্থা, আরও ৬ লাখ শেয়ার কেনার ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবাইদুল করিম আবারও উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির শীর্ষ ব্যবস্থাপনার এমন ধারাবাহিক বিনিয়োগ বাজারে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিদ্যমান বাজার দরে এমডি আরও ৬ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেটের মাধ্যমে এই শেয়ার ক্রয় সম্পন্ন করা হবে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সালভো অর্গানিকের ব্যবস্থাপনা পরিচালক ইতোমধ্যেই ধারাবাহিকভাবে বাজার থেকে শেয়ার কিনে আসছেন। মাত্র চার দিন আগে, ১৮ ডিসেম্বর, তিনি ৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। তারও আগে তিন দফায় ঘোষিত ১৩ লাখ ৪০ হাজার শেয়ার সফলভাবে ক্রয় সম্পন্ন করেন।

কোম্পানির নাম পরিবর্তনের পর থেকে শীর্ষ ব্যবস্থাপনার এই ধারাবাহিক বিনিয়োগ বিনিয়োগকারীদের আস্থা ও কৌতূহল বাড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানির এমডি যখন নিয়মিতভাবে নিজের প্রতিষ্ঠানের শেয়ার কেনেন, তখন তা কোম্পানির আর্থিক ভিত্তি ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর তাঁর দৃঢ় আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, ২৪ নভেম্বর ‘সালভো অর্গানিক’ নামে নতুনভাবে যাত্রা শুরুর পর কোম্পানিটির শেয়ার কেনার প্রবণতা আরও জোরালো হয়েছে। সর্বশেষ এই ঘোষণা যুক্ত হওয়ায় চলতি ডিসেম্বর মাসে এমডি মো. সালাম ওবাইদুল করিমের মোট শেয়ার ক্রয় ও ঘোষণার পরিমাণ দাঁড়াল ২৬ লাখ ৪০ হাজার শেয়ার, যার একটি বড় অংশ ইতোমধ্যেই কেনা সম্পন্ন হয়েছে। শেয়ারবাজারে এমন সক্রিয় অংশগ্রহণ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হচ্ছে।