ঢাকা   রোববার ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

ইফাদ অটোসের এজিএম পেছাল, নতুন তারিখ ৩০ ডিসেম্বর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ২১ ডিসেম্বর ২০২৫

ইফাদ অটোসের এজিএম পেছাল, নতুন তারিখ ৩০ ডিসেম্বর

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড তাদের আসন্ন ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)–এর তারিখ পরিবর্তন করেছে। রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এজিএমের তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বঘোষণা অনুযায়ী সভাটি ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্তে তা পিছিয়ে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজন করা হবে।

তবে তারিখ পরিবর্তন ছাড়া সভার অন্যান্য বিষয়ে কোনো পরিবর্তন আসেনি। কোম্পানিটি জানিয়েছে, ৩৭তম এজিএমটি আগের মতোই হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এছাড়া গত ৭ ডিসেম্বর ডিএসইতে প্রকাশিত ঘোষণায় সভার সময়, স্থান ও মোড সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছিল, তা অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ইফাদ অটোসের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ২৭ পয়সা, যেখানে আগের অর্থবছরে লোকসান ছিল ৬১ পয়সা—যা আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়।

এ ছাড়া অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের মাইনাস ১ টাকা ৮০ পয়সা থেকে উল্লেখযোগ্য অগ্রগতি। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫৬ পয়সা