ঢাকা   রোববার ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

বিএসইসির নিয়ম লঙ্ঘন মেট্রো স্পিনিংয়ে, ডিভিডেন্ড হিসাবেই মিলছে বড় ঘাটতি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ২১ ডিসেম্বর ২০২৫

বিএসইসির নিয়ম লঙ্ঘন মেট্রো স্পিনিংয়ে, ডিভিডেন্ড হিসাবেই মিলছে বড় ঘাটতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান মেট্রো স্পিনিং লিমিটেড–এর আর্থিক প্রতিবেদনে গুরুতর অসংগতি ও ডিভিডেন্ড বিতরণে বড় ধরনের ঘাটতির তথ্য উঠে এসেছে। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ডিভিডেন্ড পরিশোধের লক্ষ্যে নির্ধারিত ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ না করে সরাসরি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)–এর নিয়ম লঙ্ঘন করেছে কোম্পানিটি।

জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস–এর পার্টনার এ কে গোলাম কিবরিয়া তাঁর অডিট প্রতিবেদনে উল্লেখ করেছেন, বর্তমানে মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৫৬ লাখ টাকা ডিভিডেন্ড হিসেবে প্রদেয় রয়েছে। কিন্তু বিধি অনুযায়ী এই পুরো অর্থ একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষিত থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে জমা রয়েছে মাত্র ১৫ লাখ ৬৪ হাজার টাকা। ফলে শেয়ারহোল্ডারদের পাওনা মেটানোর মতো পর্যাপ্ত তহবিল কোম্পানিটির হাতে নেই।

এ ছাড়া বিএসইসির নির্দেশনা অনুযায়ী, তিন বছরের বেশি সময় ধরে অবণ্টিত বা দাবিহীন পড়ে থাকা ডিভিডেন্ড ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করার বাধ্যবাধকতা রয়েছে। তবে নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯–২০ অর্থবছর পর্যন্ত জমা হওয়া প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকার দাবিহীন ডিভিডেন্ড এখনো সিএমএসএফ–এ জমা দেয়নি মেট্রো স্পিনিং, যা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।

নিরীক্ষক প্রতিবেদনে কোম্পানিটির আর্থিক সক্ষমতা নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তথ্যমতে, ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরে মেট্রো স্পিনিংয়ের নিট লোকসান দাঁড়িয়েছে ১২ লাখ ২৩ হাজার টাকা। একই সঙ্গে কোম্পানিটির মোট পুঞ্জীভূত লোকসান বেড়ে ঋণাত্মক ৫৮ লাখ ৩৭ হাজার টাকায় পৌঁছেছে।

ক্রমাগত লোকসান, ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতা এবং নিয়ন্ত্রক নির্দেশনা অমান্যের এই চিত্র ইঙ্গিত দেয় যে, মেট্রো স্পিনিং ভবিষ্যতে নিয়মিত ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা হারানোর গুরুতর ঝুঁকির মুখে রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।