সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক দরপতনের বাজারে কিছু শেয়ারে ছিল বড় ধরনের মূল্যহ্রাস। দিনশেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল, যার শেয়ার দর ১৭ টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ৬৫ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সুরিদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর হ্রাস পেয়েছে ৩০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে শ্যামপুর সুগার–এর শেয়ার দর ৬ দশমিক ১৪ শতাংশ, নূরানী ডাইং ও এসকে ট্রিমস–এর ৫ শতাংশ করে, এপোলো ইস্পাত–এর ৪ দশমিক ৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স–এর ৪ দশমিক ৬৯ শতাংশ, মেঘনা পেট–এর ৪ দশমিক ৬৭ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্স–এর শেয়ার দর ৪ দশমিক ৬৫ শতাংশ কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সার্বিক বাজার দুর্বল থাকায় বিনিয়োগকারীদের বিক্রয়চাপ বেড়েছে, যার প্রভাব পড়েছে এসব শেয়ারের দরে।
























