ঢাকা   বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

মার্জিন রুল চ্যালেঞ্জ: দ্বিতীয় রিট খারিজ

মার্জিন রুল চ্যালেঞ্জ: দ্বিতীয় রিট খারিজ

শেয়ারবাজারে নতুন মার্জিন রুল ২০২৫ চ্যালেঞ্জ করে দায়ের করা দ্বিতীয় রিট আবেদনে হাইকোর্ট খারিজের সিদ্ধান্ত দিয়েছে। মঙ্গলবার আদালত জানিয়েছে, একই বিষয়ে আগে একটি রিট বিচারাধীন থাকায় নতুন আবেদনটি অপ্রয়োজনীয়।

আবেদনকারীর আইনজীবী মো. কামাল হোসেন জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে দুজন বিনিয়োগকারী দ্বিতীয় রিটটি দায়ের করেছিলেন। হাইকোর্ট বেঞ্চ আগের সপ্তাহে চারজন বিনিয়োগকারীর দায়ের করা প্রথম রিটের কথা উল্লেখ করে এই নতুন আবেদনটি খারিজ করেন। প্রথম রিটটির শুনানি এখনও সম্পন্ন হয়নি।

রিট আবেদনে ধারা ৬(৫), ৬(৬), ৬(৯), ৭(৫), ৭(৬), ৭(৭), ৯, ১০ ও ১১ চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনকারীরা দাবি করেছেন, এই নিয়মগুলো সংবিধানের ২৭, ৩১ ও ৪৪ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের লঙ্ঘন ঘটাচ্ছে। বিশেষ করে মার্জিন ঋণের মেয়াদ, নবায়ন ও শর্তসমূহকে বৈষম্যমূলক হিসেবে দেখা হয়েছে।

নতুন নীতিমালায় মার্জিন ঋণের অনুপাত ১:১ নির্ধারণ করা হয়েছে, পি/ই রেশিও ২০ অতিক্রম করলে তা ১:০.৫ করা হবে। এছাড়া ৬০ কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট ডিভিডেন্ড না দিলে ‘বি’ ক্যাটাগরির শেয়ার মার্জিন অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হবে। ধারা ১১ অনুযায়ী, মার্জিন ঋণের যোগ্য হতে বার্ষিক ন্যূনতম ৫ লাখ টাকা বিনিয়োগ বাধ্যতামূলক।

হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে প্রথম রিটের শুনানি চালিয়ে নতুন চ্যালেঞ্জের প্রক্রিয়া বন্ধ হলো।