চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস (আর্নিংস পার শেয়ার) প্রকাশ করতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এসব ঘোষণাকে ঘিরে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বাড়তি নজর থাকবে।
ঘোষণার তালিকায় রয়েছে জেনেক্স ইনফোসিস, ম্যাকসন্স স্পিনিং, ব্যাংক এশিয়া পারপেচ্যুয়াল বন্ড এবং প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর বিকাল ৩টায় ম্যাকসন্স স্পিনিং তাদের ডিভিডেন্ড ঘোষণা করবে। একই দিনে বিকাল ৩টায় প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা করা হবে।
এছাড়া ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় জেনেক্স ইনফোসিস চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে, যা কোম্পানিটির আর্থিক অবস্থান মূল্যায়নে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হবে।
পরবর্তী সময়ে, ১৮ ডিসেম্বর বিকাল ৩টায় ব্যাংক এশিয়া পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা করা হবে। বাজার সংশ্লিষ্টদের মতে, এসব ঘোষণা সংশ্লিষ্ট শেয়ার ও বন্ডে স্বল্পমেয়াদে মূল্য ওঠানামায় প্রভাব ফেলতে পারে। তাই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে ঘোষণাগুলো সতর্কভাবে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
























