শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা যায়। কোম্পানিটির ৩০তম এজিএম আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। তবে স্থগিতের নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এই সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থ বছরের ডিভিডেন্ডসহ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদন হওয়ার কথা ছিল। এজিএম স্থগিত হওয়ায় ডিভিডেন্ড অনুমোদন ও বিতরণ প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হবে।
























