ঢাকা   শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রাহায়ণ ১৪৩২

ডিএসইতে ১১ ডিসেম্বর ব্লকে বড় লেনদেন: ৫ কোম্পানি শীর্ষে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ১১ ডিসেম্বর ২০২৫

ডিএসইতে ১১ ডিসেম্বর ব্লকে বড় লেনদেন: ৫ কোম্পানি শীর্ষে

 সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ব্লক মার্কেটে এদিন সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৯৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।


লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণ ফোন। কোম্পানিটির ২ কোটি ৪০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য ২ কোম্পানির মধ্যে- উত্তরা ব্যাংকের ১ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকা এবং জিকিউ বলপেনের ১ কোটি ৮৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।