ঢাকা   শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রাহায়ণ ১৪৩২

সালভো অর্গানিকের এমডির আবারও ৪.৪০ লাখ শেয়ার কেনার ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ১১ ডিসেম্বর ২০২৫

সালভো অর্গানিকের এমডির আবারও ৪.৪০ লাখ শেয়ার কেনার ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবাইদুল করিম আবারও বড় পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এবারে তিনি কোম্পানির ৪ লাখ ৪০ হাজার শেয়ার সংগ্রহের ইচ্ছা প্রকাশ করেছেন, যা অল্প সময়ের মধ্যে তার তৃতীয় বড় শেয়ার কেনার ঘোষণা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইতে বিদ্যমান বাজারদরে এই শেয়ারগুলো কেনা হবে। তিনি পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেট—উভয় মাধ্যমেই লেনদেন সম্পন্ন করতে পারবেন। এই সমন্বিত লেনদেন পদ্ধতি এমডির কোম্পানিতে বড় অঙ্কের বিনিয়োগ আগ্রহকেই আরও স্পষ্ট করে।

শেয়ার কেনার এই ঘোষণা ডিএসই (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫–এর ধারা ৩৪(১) এবং বিএসইসি (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮–এর ৪ নং বিধি অনুযায়ী সম্পূর্ণ বৈধভাবে দেওয়া হয়েছে। এসব বিধিমালা পরিচালকদের শেয়ার অর্জন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়মসিদ্ধ করতে সহায়তা করে।

খুব অল্প সময়ে এমডির ধারাবাহিক শেয়ার কেনার ঘোষণা কোম্পানির বর্তমান শক্তিশালী আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি তার দৃঢ় আস্থার ইঙ্গিত দেয়। বাজারে এটি একটি অত্যন্ত ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে, যা বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াতে পারে।