মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি ৫১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ গত মাসে আনুষ্ঠানিকভাবে এই আদেশ জারি করে।
বিএসইসি জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৪ সালের ১৩ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন বিশ্লেষণ করে। তদন্তে দেখা যায়—১৩ ফেব্রুয়ারি শেয়ারের দাম ছিল ১২ টাকা ৪০ পয়সা, আর ২৩ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সায়। সাত মাসে ১২২ দশমিক ৫৮ শতাংশ মূল্যবৃদ্ধি কমিশনের নজরে আসে।
তদন্তে আরও উঠে আসে, এই সময়ে কুয়েস্ট এশিয়া ওভারসিজ, প্রতিষ্ঠানটির মালিক আনিছুল ইসলাম এবং তার স্ত্রী নাহার-ই-জান্নাত অস্বাভাবিক হারে শেয়ার কেনাবেচা করেন। তাদের অতিরিক্ত লেনদেন বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে, যার ফলে দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এটি সিকিউরিটিজ আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ বলে বিবেচিত হয়।
এ কারণে কুয়েস্ট এশিয়া ওভারসিজকে ৩ কোটি ৭০ লাখ টাকা, আনিছুল ইসলামকে ৮০ লাখ টাকা এবং নাহার-ই-জান্নাতকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসি আরও জানায়, লেনদেনের এই আচরণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯–এর সেকশন ১৭ (ই)(ভি) লঙ্ঘন করেছে, যা একই অর্ডিন্যান্সের সেকশন ২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কমিশনে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
























