ঔষধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড তাদের ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। এতে কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা এবং দায় পরিশোধ সক্ষমতার ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আলফা ক্রেডিট রেটিং পিএলসি কর্তৃক পরিচালিত সার্ভিল্যান্সে অ্যাডভেন্ট ফার্মা দীর্ঘমেয়াদে “এ মাইনাস” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩” রেটিং পেয়েছে।
৩০ জুন ২০২৫-এর নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
এ রেটিংয়ে ভবিষ্যত দৃষ্টিভঙ্গি বা আউটলুককে ‘স্থিতিশীল’ ঘোষণা করা হয়েছে। সাধারণত ‘এ মাইনাস’ রেটিং বোঝায়—কোম্পানিটির আর্থিক বাধ্যবাধকতা পূরণের ক্ষমতা শক্তিশালী এবং ঝুঁকি তুলনামূলক কম। আর ‘এসটি-৩’ রেটিং ইঙ্গিত করে স্বল্পমেয়াদী দায় নিষ্পত্তিতে সন্তোষজনক সক্ষমতা রয়েছে।
























