ঢাকা   শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

আজ দুই কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন, বিনিয়োগকারীদের মুখে হাসি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ১০ ডিসেম্বর ২০২৫

আজ দুই কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন, বিনিয়োগকারীদের মুখে হাসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান কেডিএস অ্যাক্সেসরিজ এবং সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারী পিএলসি-র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (১০ ডিসেম্বর)। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কেডিএস অ্যাক্সেসরিজের এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ১৯ পয়সা, যা গত অর্থবছরে ছিল ২ টাকা ৬ পয়সা।

একই সময়ে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারির এজিএম-ও অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে— যার মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ বোনাস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়ে হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, যা গত বছর ছিল ২ টাকা ৩৪ পয়সা।

ডিভিডেন্ড বৃদ্ধি ও আয়ে উন্নতি—দুই কোম্পানিকেই বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।