পতনের বাজারেও উল্টো চমক দেখাচ্ছে চারটি শেয়ার। গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ফাইন ফুড ও জিলবাংলা সুগার–এর শেয়ার। হঠাৎ এমন উত্থান বিনিয়োগকারীদের দৃষ্টি কেড়েছে বেশ।
ডিএসই তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার লেনদেন হয়েছে—
-
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: ৭৭.২০ টাকা
-
ডমিনেজ স্টিল: ২৫.৪০ টাকা
-
ফাইন ফুড: ৩২৫.৮০ টাকা
-
জিলবাংলা সুগার: ১৩২.১০ টাকা
সবগুলো শেয়ারেরই এটি গত এক বছরের সর্বোচ্চ মূল্য।
তবে শেয়ারদর যখন আকাশে, তখনই প্রশ্ন উঠছে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ডিভিডেন্ড রেকর্ড নিয়ে। সর্বশেষ অর্থবছরে—
-
সিটি জেনারেল ইন্স্যুরেন্স দিয়েছে মাত্র ১০% ক্যাশ ডিভিডেন্ড
-
ডমিনেজ স্টিলের ক্যাশ ডিভিডেন্ড ০.৩৫%, নগণ্য বলেই ধরা হয়
-
ফাইন ফুড দিলেও ১৪% ক্যাশ, দামের তুলনায় তা সীমিত
-
আর জিলবাংলা সুগার দীর্ঘদিন ধরেই ডিভিডেন্ডই দিচ্ছে না
বিশ্লেষকদের মতে, শেয়ারদরের উর্ধ্বগতি সবসময় কোম্পানির ভিত্তি মজবুত হওয়ার ইঙ্গিত নয়। আকর্ষণীয় রিটার্নের লোভে ঝুঁকিপূর্ণ শেয়ারেও অর্থ ঢুকে পড়ে—যার ফল লাভের পাশাপাশি বড় ক্ষতির ঝুঁকিও তৈরি করে।
























