ঢাকা   শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রাহায়ণ ১৪৩২

দর পতনে দিশেহারা ১০ কোম্পানি

দর পতনে দিশেহারা ১০ কোম্পানি

বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর–৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারানো কোম্পানির তালিকার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে ৪০%। আগের সপ্তাহে ক্লোজিং প্রাইস ছিল ১ টাকা ১০ পয়সা, যা নেমে দাঁড়িয়েছে ৬৬ পয়সায়।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, যার শেয়ারদর কমেছে ৩৯%। সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬১ পয়সায়।

তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং এর দর কমেছে ৩৮%, সর্বশেষ শেয়ারদর ৬২ পয়সা।

পতনের তালিকায় বাকি কোম্পানিগুলো

 পিপলস লিজিং — দর কমেছে ৩৬.৬৭%
 ফার্স্ট ফাইন্যান্স — ৩৫.৭১%
 বিআইএফসি — ৩৩.৩৩%
 জিএসপি ফাইন্যান্স — ৩০.৪৩%
 সিমটেক্স ইন্ডাস্ট্রিজ — ২৯.০০%
প্রাইম ফাইন্যান্স — ২৭.৭৮%
 টুংহাই নিটিং — ২১.০৫%