শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসি চলতি ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর যেখানে তারা ৩ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল—এ বছর তা কমিয়ে আনার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
কোম্পানি সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে জেনেক্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১৭ পয়সা, যা আগের অর্থবছরের ২ টাকা ৬২ পয়সার তুলনায় কম।
তবে আর্থিক সূচকের অন্যান্য দিক বেশ ইতিবাচক ছিল। সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্য উন্নত হয়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৮৭ পয়সা—আগের বছরে যা ছিল মাত্র ১ টাকা ৮৫ পয়সা। অপরদিকে, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে হয়েছে ২২ টাকা ১১ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
























