ঢাকা   শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রাহায়ণ ১৪৩২

অ্যাপেক্স ফুটওয়্যার শেয়ারহোল্ডারদের হাতে বোনাস শেয়ার পৌঁছে গেলো

অ্যাপেক্স ফুটওয়্যার শেয়ারহোল্ডারদের হাতে বোনাস শেয়ার পৌঁছে গেলো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড শেয়ারহোল্ডারদের ঘোষিত বোনাস ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য এই ডিভিডেন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঠানো বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে—
সিডিবিএল-এর মাধ্যমে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও অ্যাকাউন্টে জমা হয়েছে

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারহোল্ডারদের জন্য মোট ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ২৫% ক্যাশ এবং ২৫% বোনাস ডিভিডেন্ড অন্তর্ভুক্ত ছিল।

পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ডিভিডেন্ড অনুমোদন হওয়ার পরই বোনাস শেয়ার বিতরণ কার্যক্রম সম্পন্ন হলো।