এমারেল্ড অয়েল লিমিটেডের শেয়ারদামে অস্বাভাবিক উত্থান দেখা যাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর দ্রুত বাড়তে থাকায় ডিএসই এই সতর্কবার্তা দেয়।
শেয়ারদর বৃদ্ধির ব্যাখ্যা জানতে ডিএসই কোম্পানির কাছে কারণ জানতে চাইলে এমারেল্ড অয়েলের পক্ষ থেকে জানানো হয়—এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই যা শেয়ারদর বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। অর্থাৎ বাজারের স্বাভাবিক লেনদেনেই এই অস্বাভাবিক উত্থান হচ্ছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর শেয়ারটির দাম ছিল ১০ টাকা ৭০ পয়সা। আর মাত্র ১৩ কার্যদিবস পর ৩ ডিসেম্বর মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সায়। এই সময়ে শেয়ারদর বেড়েছে ৫২ শতাংশ বা ৫ টাকা ৬০ পয়সা—যা বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তুলছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, অপ্রকাশিত তথ্য ছাড়া শেয়ারদরের এমন দ্রুত উত্থান সাধারণত ঝুঁকির ইঙ্গিত বহন করে। তাই সুযোগের পাশাপাশি সতর্কতাই বিনিয়োগকারীদের জন্য এখন জরুরি।
























