শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট ব্যবসা সম্প্রসারণ ও আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানির পরিচালনা বোর্ড একটি পুরাতন (ব্যবহৃত) সমুদ্রগামী মাদার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডিএসই জানায়, ক্রাউন সিমেন্ট ১৪৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে মোট ৫৩,৫৬৯ মেট্রিক টন ধারণক্ষমতার একটি বড় মাদার ভেসেল ক্রয় করবে। জাহাজটি কোম্পানির কাঁচামাল পরিবহনসহ সামুদ্রিক লজিস্টিক কার্যক্রমকে আরও দ্রুত ও ব্যয়–সাশ্রয়ী করবে বলে আশা করা হচ্ছে।
























