ঢাকা   বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

মার্জারের ৫ ব্যাংকে ১৬ হাজার কর্মীর বেতন হ্রাসের আশঙ্কা

মার্জারের ৫ ব্যাংকে ১৬ হাজার কর্মীর বেতন হ্রাসের আশঙ্কা

চরম আর্থিক দুরবস্থার কারণে একীভূত হতে চলা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের কর্মচারীরা বেতন ও সুবিধা হ্রাসের মুখে পড়তে পারেন। এই ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য এতই দুর্বল যে, বর্তমানে তারা নিয়মিত বেতন পরিশোধ করতেও হিমশিম খাচ্ছে।

ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই পাঁচ ব্যাংকের মোট ১৬ হাজার কর্মী রয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংক প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের বৈঠকে, তারল্য সংকট মেটাতে প্রায় ১,০০০ কোটি টাকা সহায়তার আবেদন করা হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা অনুমোদন করেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, গভর্নর আহসান এইচ মনসুর প্রশাসককে নির্দেশ দিয়েছেন, দুর্বল আর্থিক অবস্থার কারণে কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা দ্রুত কমানো প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে এই পাঁচ ব্যাংককে মোট ৩৫,৩০০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকগুলো এখনও তা পরিশোধ করতে পারেনি।

কর্মীরা তারল্য সংকটে চরম আর্থিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। উদাহরণস্বরূপ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৪,৩০৮ কোটি টাকা নেগেটিভ অপারেটিং ইনকাম দেখিয়েছে, যেখানে বেতন ও ভাতা বাবদ খরচ ছিল ৬৫০ কোটি টাকা। এর অর্থ, কর্মীদের বেতন মূলত গ্রাহকদের আমানত থেকে দেওয়া হচ্ছে।

এদিকে, এই পাঁচটি ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে একীভূত হয়ে এই মাসেই চালু করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেয়েছে।

বিনিয়োগকারী ও কর্মচারীরা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, আর বাজারে এই মার্জারের প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।