ঢাকা   মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বাজারে জোয়ার! সূচকের জোড়ালো উত্থানে চলছে সকালের লেনদেন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ১৮ নভেম্বর ২০২৫

সর্বশেষ

বাজারে জোয়ার! সূচকের জোড়ালো উত্থানে চলছে সকালের লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ নভেম্বর) শেয়ারবাজারে ফিরেছে গতি। দিনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের জোড়ালো উত্থান দেখা গেছে। লেনদেনের প্রথম ঘণ্টা থেকেই বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়তে শুরু করে, যা বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ দশমিক ৯৯ পয়েন্ট লাফিয়ে উঠে অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ২৩ দশমিক ৭৮ পয়েন্ট, দাঁড়িয়েছে ১ হাজার ২৪ দশমিক ২০ পয়েন্টে। আর ব্লু-চিপের সূচক ডিএস-৩০ ৩১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ১ হাজার ৯০১ পয়েন্টে।

এ সময়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭১ কোটি ২৩ লাখ টাকায়, যা দিনের শুরুতেই বাজারে শক্তিশালী সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫৫টির শেয়ারদর বেড়েছে, মাত্র ৬টির শেয়ারদর কমেছে এবং ৭টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। বাজারে এমন ব্যাপক উত্থান বিনিয়োগকারীদের আস্থার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ