শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শুরু হচ্ছে আগামী ২ কার্যদিবস, ১৯ ও ২০ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই দুই দিনে কোম্পানিগুলোর শেয়ার শুধুমাত্র ম্যাচিউরড বা নগদ অর্থে কেনা যাবে।
স্পট মার্কেটে লেনদেনের আওতায় থাকা কোম্পানিগুলো হলো—ড্যাফোডিল কম্পিউটার্স, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, ইভিন্স টেক্সটাইল, বিডি অটোকার, মাগুরা মাল্টিপ্লেক্স, আরগন ডেনিমস, মনোস্পুল এবং বিডি কম।
কোম্পানিগুলোর স্পট লেনদেন শেষ হওয়ার পর, ২৩ নভেম্বর তাদের রেকর্ড ডেট পূর্বনির্ধারিত রয়েছে। এই দিন কোনও শেয়ার লেনদেন করা যাবে না, যা বিনিয়োগকারীদের লেনদেন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ।
























