ঢাকা   মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রাহায়ণ ১৪৩২

ব্লক মার্কেটে তুমুল লেনদেন—প্রাইম ব্যাংক শীর্ষে, ৩ কোম্পানি দিনের আলোচনায়

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১৮ নভেম্বর ২০২৫

সর্বশেষ

ব্লক মার্কেটে তুমুল লেনদেন—প্রাইম ব্যাংক শীর্ষে, ৩ কোম্পানি দিনের আলোচনায়

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন ছিল তুমুল। এদিন মোট ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ব্লক মার্কেটে হাতবদল হয়, যার মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা, ডিএসই সূত্রে জানা গেছে।

লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থান করছে প্রাইম ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪০ লাখ টাকার, যা এটিকে প্রথম স্থানে নিয়ে এসেছে।

দ্বিতীয় স্থানে আছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার লেনদেন হয়েছে ৫ কোটি ২৯ লাখ ১৯ হাজার টাকা। তৃতীয় স্থানে অবস্থান করছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, যার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬৬ লাখ টাকার

এছাড়া বড় লেনদেনের তালিকায় নাম আছে তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (১ কোটি ৭০ লাখ) এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি (১ কোটি ৫৪ লাখ ৩১ হাজার)। এদিনের এই লেনদেন ব্লক মার্কেটে বিনিয়োগকারীদের আগ্রহ ও বাজারের সক্রিয়তার প্রমাণ বহন করছে।

সর্বশেষ