আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এসব সভায় কোম্পানিগুলো ২০২৪–২৫ অর্থবছরের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণার বিষয়টি চূড়ান্ত করবে।
এছাড়া জুলাই–সেপ্টেম্বর, ২০২৫ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিটি কোম্পানি তাদের ইপিএস (শেয়ারপ্রতি আয়) প্রকাশ করবে, যা বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আজ বোর্ড মিটিং রয়েছে—ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ, একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ওয়েবকোটস লিমিটেডের। এর মধ্যে ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ ও ওয়েবকোটস তাদের নিরীক্ষিত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। উল্লেখযোগ্যভাবে, ওয়েবকোটস এসএমই বোর্ডে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান।
অন্যদিকে একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং সোনালী আঁশ জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ শেষে তাদের ইপিএস প্রকাশ করবে, যা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























