ঢাকা   রোববার ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

২৪ ব্যাংকের মূলধন গায়েব! খেলাপি ঋণের পাহাড়ে বাংলাদেশ—আর্থিক খাত ভয়াবহ সংকটে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ৯ নভেম্বর ২০২৫

২৪ ব্যাংকের মূলধন গায়েব! খেলাপি ঋণের পাহাড়ে বাংলাদেশ—আর্থিক খাত ভয়াবহ সংকটে

দেশের ব্যাংক খাতে নেমে এসেছে অস্থিরতার কালো মেঘ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে—২৪টি ব্যাংকের মূলধন ঘাটতি গভীর সংকেত দিচ্ছে আর্থিক খাতে ভয়াবহ বিপর্যয়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া খেলাপি ঋণ, নিরাপত্তা সঞ্চিতি সংকট এবং প্রভিশন ঘাটতির কারণে ব্যাংকগুলোর মূলধন কাঠামো ভেঙে পড়ছে।

২৪ ব্যাংকের ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা!
গত মার্চে যেখানে ঘাটতি ছিল ২৩ ব্যাংকে ১ লাখ ১০ হাজার ২৬০ কোটি—অর্থাৎ সংকট আরও বিস্তৃত হয়েছে।

নতুন করে ঘাটতিতে পড়েছে এনআরবিসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন, খেলাপি ঋণ মাত্র ৫% থেকে লাফিয়ে এখন ২৮.৫%—মূলধন সংকটের এটিই প্রধান কারণ।

অন্যদিকে, বর্তমান সরকার খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ করার পর দেখা গেছে—**দেশে খেলাপি ঋণ এখন প্রায় ৭ লাখ কোটি টাকা!**

ফলে আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় ঝুঁকি অনুপাত (CRAR) ভয়াবহভাবে নেমে দাঁড়িয়েছে মাত্র **৪.৪৭%**—যেখানে ন্যূনতম হওয়া উচিত **১০%**।

ঘাটতিতে শীর্ষ ব্যাংকগুলো

রাষ্ট্রায়ত্ত ব্যাংক

কৃষি ব্যাংক: ২৯,১৬১ কোটি (সর্বোচ্চ)
 জনতা ব্যাংক: ১৭,০২৫ কোটি
অগ্রণী ব্যাংক: ৭,৬৯৮ কোটি

বেসরকারি ব্যাংক

 ন্যাশনাল ব্যাংক: ৮,৪৫৯ কোটি
এবি ব্যাংক: ৬,৭৭৫ কোটি
পদ্মা ব্যাংক: ৫,৬১৯ কোটি

শরিয়াহভিত্তিক ব্যাংক

 ইউনিয়ন ব্যাংক: ২১,৩৮৭ কোটি
ইসলামী ব্যাংক: ১৮,৫০৪ কোটি
এফএসআইবিএল: ১০,৫০১ কোটি

বিশেষজ্ঞ মত

বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী বলেন—

“একসময় বেসিক ব্যাংক ছিল ভালো অবস্থায়। এখন পুনরুদ্ধারের চেষ্টা চলছে।”


প্রতিবেদন বলছে, এবারই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়—ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ভয়ঙ্কর ঝুঁকিতে পড়বে। আর্থিক সেক্টরকে বাঁচাতে অ্যাকশন না নিলে বিপর্যয় ঠেকানো কঠিন!