ঢাকা   শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ফার্মা এইডস ঘোষণা করল ডিভিডেন্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ৮ নভেম্বর ২০২৫

ফার্মা এইডস ঘোষণা করল ডিভিডেন্ড

 শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪৫ পয়সা, আগের বছর যা ছিল ১৯ টাকা ৬১ পয়সা।


আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ছিল ৭ টাকা ৩০ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৫৮ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।