ঢাকা   শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে ধস

এক সপ্তাহেই কমল ৮,৬৩১ কোটি টাকার মূলধন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৮ নভেম্বর ২০২৫

এক সপ্তাহেই কমল ৮,৬৩১ কোটি টাকার মূলধন

 চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে (০২-০৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দরপতন এবং আস্থাহীনতা বিরাজ করেছে। এক সপ্তাহেই ডিএসই’র প্রধান সূচকসহ প্রায় সব সূচকেই বড় ধরনের পতন দেখা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

সপ্তাহ শেষে ডিএসই’র প্রধান সূচক (ডিএসইক্স) ১৫৪.২৮ পয়েন্ট বা ৩.০১ শতাংশ কমে ৪ হাজার ৯৬৭.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একইভাবে, শরিয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক (ডিএসইএস) ৪২.৪৩ পয়েন্ট বা ৪.০১ শতাংশ কমেছে। যদিও ডিএস-৩০ সূচক ৪৭.৭৬ পয়েন্ট কমে ১,৯৪০.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে, এর শতাংশের হিসেবে পতন ছিল ২.৩৭ শতাংশ।

সূচকের এই বড় পতনের সঙ্গে সঙ্গে বাজার মূলধনেও বড় ধরনের ধস দেখা গেছে। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৩১ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি ১১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি ৮৯ লাখ টাকা ।

তবে সপ্তাহজুড়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪২২ কোটি ২৬ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন ছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা।

তবে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে পতনের সংখ্যাই ছিল বেশি। মোট ৩৪০ টি কোম্পানির দর কমেছে, যেখানে দর বেড়েছে মাত্র ৪০ টির এবং অপরিবর্তিত ছিল ৯টি। এটি নির্দেশ করে বাজারে বিক্রির চাপ ছিল প্রবল।