ঢাকা   সোমবার ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

বহুজাতিক কোম্পানির এমডির বড় পদক্ষেপ: ২০ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা

বহুজাতিক কোম্পানির এমডির বড় পদক্ষেপ: ২০ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা

 শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও স্পন্সর এসএকে একরামুজ্জামান কোম্পানিটির প্রতি তার শেয়ার বাড়াচ্ছেন। তিনি তার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মোহাম্মদ ট্রেডিংয়ের মাধ্যমে ৮৫ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

রোববার (১২ অক্টোবর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় আরেএকে সিরামিকস জানিয়েছে যে, একরামুজ্জামান ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) মাধ্যমে বর্তমান বাজারদরে এই শেয়ারগুলো ক্রয় করবেন।


রোববার শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ২৩ টাকা ৭০ পয়সা। এই দরে হিসাব করলে ৮৫ হাজার শেয়ার কিনতে তার মোট বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২০ লাখ ১৪ হাজার টাকা। বর্তমানে স্পন্সর হিসেবে একরামুজ্জামান কোম্পানির ৩.৯৪ শতাংশ বা ১ কোটি ৬৯ লাখ শেয়ার ধারণ করছেন।

কোম্পানিটির এই বিনিয়োগের ঘোষণা এমন এক সময়ে এলো যখন তারা উৎপাদন ও আর্থিক উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে রয়েছে।

উৎপাদন রক্ষণাবেক্ষণ: গত ৮ অক্টোবর আরএকে সিরামিকস ঘোষণা করে যে, টাইলস উৎপাদনের লাইন-৩ রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে, কোম্পানির বাকি তিনটি উৎপাদন লাইন—লাইন-১, লাইন-২ এবং লাইন-৪—স্বাভাবিকভাবে চালু থাকবে।

আর্থিক দুর্বলতা: ২০২৫ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটি শেয়ারপ্রতি সম্মিলিত ০.৪৯ টাকা লোকসান দিয়েছে। অথচ, আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.০৯ টাকা।


লোকসানের এই বড় পরিবর্তনের কারণ হিসেবে আরএকে সিরামিকস জানিয়েছে:


• বাজারে চাহিদা কমার ফলে বিক্রয় ২.৬৭ শতাংশ কমে ৩১৮.৫৬ কোটি টাকা থেকে ৩১০ কোটিতে নেমে এসেছে।

• কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মোট মুনাফার হার ২০.৬৬ শতাংশ থেকে কমে ১৫.০৩ শতাংশে দাঁড়িয়েছে।

• ব্যাংক থেকে অতিরিক্ত অর্থায়ন নেওয়ার কারণে আর্থিক ব্যয়ও বেড়েছে, যা নিট মুনাফা হ্রাসে প্রধান ভূমিকা রেখেছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এমন প্রতিকূলতার মধ্যেও এমডি’র ব্যক্তিগতভাবে বড় অঙ্কের শেয়ার কেনার আগ্রহ বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দেবে।