ঢাকা   সোমবার ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

টানা দুই বছর ডিভিডেন্ডহীন, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর কোম্পানির

টানা দুই বছর ডিভিডেন্ডহীন, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন বিদ্যুৎ খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) প্রথমবারের মতো শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে। টানা দুই অর্থবছর ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির এই অবনমন ঘটেছে।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এবারই প্রথম ডেসকো এই ক্যাটাগরিতে নামল।


ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ২০২৩–২৪ ও ২০২৪–২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি। এর আগে ২০২২–২৩ অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও এরপর থেকে ধারাবাহিক লোকসানের কারণে ডিভিডেন্ড বন্ধ রাখতে বাধ্য হয় তারা।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ডেসকো ১২৫ কোটি টাকা লোকসান করেছে, যা শেয়ারপ্রতি ৩ টাকা ১৫ পয়সা লোকসান।

বিদ্যুৎ বিতরণকারী এই সংস্থাটি টানা তৃতীয় অর্থবছরের মতো লোকসানে আছে। ২০২৪–২৫ অর্থবছর শেষে তাদের মোট জমা লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ১২২ কোটি টাকায়।

উল্লেখ্য, তালিকাভুক্তির পর ডেসকো বহু বছর ধরে লাভজনক ছিল এবং নিয়মিত ১০ শতাংশের বেশি ডিভিডেন্ড প্রদান করত। তবে ২০২২–২৩ অর্থবছর থেকেই আর্থিক সংকট শুরু হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ডেসকোর ওপর এখন দেশি ও বিদেশি উভয় ঋণদাতার কাছেই বিপুল পরিমাণ ঋণ রয়েছে। টানা দুই বছরের লোকসানের পেছনে বিদ্যুৎ বিক্রিতে ক্ষতি, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ওঠানামাকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।


যদিও ২০২৪–২৫ অর্থবছরে ডলারের দাম কিছুটা স্থিতিশীল থাকায় আগের তুলনায় লোকসানের পরিমাণ কিছুটা কমে এসেছে; আগের দুই অর্থবছরে প্রতি বছর লোকসান ছিল ৫০০ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি পরপর দুই অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে সেটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়।