ঢাকা   শনিবার ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

বেসরকারি ক্রেডিট রিপোর্টিং ব্যবসায় নামছে আইটি কনসালট্যান্টস

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ১১ অক্টোবর ২০২৫

সর্বশেষ

বেসরকারি ক্রেডিট রিপোর্টিং ব্যবসায় নামছে আইটি কনসালট্যান্টস

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্টস পিএলসি দেশের উদীয়মান বেসরকারি ক্রেডিট রিপোর্টিং খাতে প্রবেশের ঘোষণা দিয়েছে। তারা সিটি ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ‘সিটি ক্রেডিট ব্যুরো পিএলসি’তে ইক্যুইটি অংশীদার হিসেবে বিনিয়োগ করতে যাচ্ছে।

কোম্পানিটি এক প্রজ্ঞাপনে জানিয়েছে, তারা সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করবে। বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধানের জন্য আইটি কনসালট্যান্টস-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দীন মুনির-কে মনোনীত করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সিদ্ধান্ত গৃহীত হয়।


দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে লেটার অফ ইন্টেন্ট (এলওআই) পেয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশের ঋণপ্রাপ্তি সহজ হবে, আর্থিক খাতে স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের ক্রেডিট তথ্য ইকোসিস্টেমে বড় পরিবর্তন আনবে।

সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি গঠনের অনুমোদন দেয়। যদিও ব্যুরোটির মূলধন কাঠামো ও আর্থিক প্রভাব এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি ব্যাংকের কার্যক্রম বহুমুখীকরণ ও সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে, বাংলাদেশ ব্যাংক পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেশে প্রথমবারের মতো ক্রেডিট রিপোর্টিং এজেন্সি প্রতিষ্ঠার জন্য এলওআই প্রদান করে। এগুলো হলো —সিটি ক্রেডিট (সিটি ব্যাংক স্পন্সরড), ক্রেডিটইনফোবিডি (ইউকে-সমর্থিত), ট্রান্সইউনিয়ন (ইউএস-সমর্থিত), ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট (ইউএস-সৌদি যৌথ উদ্যোগ) এবং বিকাশ ক্রেডিট (বিকাশ স্পন্সরড)।


নির্বাচিত প্রতিটি প্রতিষ্ঠানকে অবকাঠামো গঠন ও চূড়ান্ত লাইসেন্সের আবেদন সম্পন্ন করতে এক বছরের সময়সীমা দেওয়া হয়েছে। চালু হওয়ার পর এই ব্যুরোগুলো ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিস্তারিত ক্রেডিট স্কোর ও রিপোর্ট তৈরি করবে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-এর ওপরই নির্ভরশীল, যা কেবল বিদ্যমান ঋণগ্রহীতাদের তথ্য সংরক্ষণ করে। নতুন বেসরকারি ব্যুরোগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহার করে আরও বিস্তৃত ও প্রযুক্তিনির্ভর ক্রেডিট প্রোফাইল তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ