ঢাকা   শুক্রবার ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

নয় কোম্পানির চাপেই ধসে পড়ল শেয়ারবাজারের সূচক

নয় কোম্পানির চাপেই ধসে পড়ল শেয়ারবাজারের সূচক

 চলতি সপ্তাহের শেষ চার কার্যদিবসই শেয়ারবাজারে ছিল ধারাবাহিক দরপতনের করুণ চিত্র। আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক এমনিতেই পতন হয়েছে, তার ওপর মাত্র ৯টি কোম্পানির কারণে পতনের মাত্রা আরও বেশি বেড়েছে। যার ফলস্বরূপ, এদিন ডিএসইর প্রধান সূচক ৫৪.১৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৩.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা গেছে, আজ এই ৯টি কোম্পানি সম্মিলিতভাবে ডিএসইর সূচকে প্রায় ১৮ পয়েন্ট পতন ঘটিয়েছে, যা বাজারের সামগ্রিক পতনে বিশাল প্রভাব ফেলেছে।

যে ৯টি কোম্পানি আজ সূচকের পতনে মূল ভূমিকা রেখেছে, সেগুলো হলো—বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাইটেক, বিএটিবিসি, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউসিবি, এক্সিম ব্যাংক, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক এবং প্রাইম ব্যাংক। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পতন ঘটিয়েছে বেক্সিমকো ফার্মা, যা এককভাবে আজ ডিএসইর সূচকে প্রায় ৪ পয়েন্ট পতন ঘটিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ২.৯০ শতাংশ কমে ১১৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। দিনশেষে কোম্পানিটির মোট ৫ কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পতন ঘটিয়েছে ওয়ালটন হাইটেক। এই কোম্পানিটির কারণে আজ ডিএসইর সূচকে ৩ পয়েন্টের বেশি পতন ঘটেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা বা ১.৭৬ শতাংশ কমে ৪০৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ পতন ঘটিয়েছে বিএটিবিসি। কোম্পানিটির কারণে আজ ডিএসইর সূচকে ২ পয়েন্ট পতন ঘটেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ১.৩৪ শতাংশ কমে ২৬৫ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। দিনশেষে কোম্পানিটির ৪ কোটি ২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য ছয়টি কোম্পানির মধ্যে—সোস্যাল ইসলামী ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ইউসিবি ১ পয়েন্টের বেশি, এক্সিম ব্যাংক ১ পয়েন্টের বেশি, বিকন ফার্মা প্রায় ১ পয়েন্ট, ইসলামী ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং প্রাইম ব্যাংক ১ পয়েন্ট পতন ঘটিয়েছে। এই হাতেগোনা কয়েকটি হেভিওয়েট শেয়ারের দরপতন প্রমাণ করে যে বাজারে সাধারণ বিনিয়োগকারী এবং ছোট শেয়ারগুলোর ওপর আস্থার সংকট আরও বাড়ছে, যা বাজারের স্থিতিশীলতা পুনরুদ্ধারের পথে বড় বাধা সৃষ্টি করছে।