
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভাগুলোতে কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ও প্রান্তিক ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো— বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, ইউসিবি (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
এর মধ্যে বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, মেঘনা কনডেন্স মিল্ক ও মেঘনা পেট ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
একইসঙ্গে মেঘনা কনডেন্স মিল্ক ও মেঘনা পেট জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
অন্যদিকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ইউসিবি জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর বোর্ড সভার সময়সূচি
• ১৪ অক্টোবর:
সেন্ট্রাল ইন্স্যুরেন্স – তৃতীয় প্রান্তিক, বিকাল ৩টা।
• ১৫ অক্টোবর:
ইউসিবি – তৃতীয় প্রান্তিক, বিকাল ৩টা।
• ১৮ অক্টোবর:
বিএসআরএম স্টিল – বার্ষিক ডিভিডেন্ড ঘোষণা, বিকাল ৪টা।
বিএসআরএম লিমিটেড – বার্ষিক ডিভিডেন্ড ঘোষণা, বিকাল ৫টা।
• ২৮ অক্টোবর:
মেঘনা কনডেন্স মিল্ক – বার্ষিক ডিভিডেন্ড ঘোষণা, দুপুর ২টা ৩৫ মিনিট।
মেঘনা পেট – বার্ষিক ডিভিডেন্ড ঘোষণা, বিকাল ৩টা।
• ৩০ অক্টোবর:
মেঘনা কনডেন্স মিল্ক – প্রথম প্রান্তিক প্রতিবেদন, দুপুর ২টা ৩৫ মিনিট।
মেঘনা পেট – প্রথম প্রান্তিক প্রতিবেদন, বিকাল ৩টা।