
বছরের শুরু থেকেই শেয়ারবাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল। ধারাবাহিক উত্থানের ফলে সেপ্টেম্বর পর্যন্ত ডিএসই সূচক ৫ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল এবং দৈনিক লেনদেন ১৫০০ কোটি টাকার ওপর পৌঁছেছিল।
শেয়ারবাজারে ধারাবাহিক ইতিবাচক অবস্থার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিতর্কিত একটি চিঠি বাজারে হঠাৎ পতনের কারণ হয়ে দাঁড়ায়। যদিও পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং বাজার কিছুটা স্থিতিশীলতা ফিরে পায়, কিন্তু সাম্প্রতিক কার্যদিবসগুলোতে বাজারে আবারও অস্বাভাবিক ওঠাপড়া লক্ষ্য করা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ ও দ্বিধা তৈরি করছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রায় প্রতিদিনই দিনের শুরুতে লেনদেন কিছুটা ইতিবাচক থাকলেও মধ্যাহ্নের পর টানা পতন ঘটে, যা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র শঙ্কা তৈরি করেছে। গত তিন কার্যদিবসে ডিএসই সূচক মোট ১১০ পয়েন্ট কমেছে, যার মধ্যে রোববার ২৪ পয়েন্ট, মঙ্গলবার সাড়ে ৪৬ পয়েন্ট এবং গতকাল বুধবার ৩৯ পয়েন্টেরও বেশি কমেছে।
তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অস্থিরতার মধ্যেও কিছু ইতিবাচক সঙ্কেত রয়েছে। তাদের মতে, সূচকের সামান্য ওঠা-নামা, বড় বিনিয়োগকারীদের পর্যবেক্ষণ এবং লেনদেনের ধীরে ধীরে স্বাভাবিক হওয়া বাজারে স্থিতিশীলতার সূচনা হিসেবে দেখা যেতে পারে। তারা বলছেন, শেয়ারবাজার দীর্ঘমেয়াদে শক্তিশালী ভিত্তি বজায় রেখেছে, তাই বিনিয়োগকারীদের মনোবল ধরে রাখার মাধ্যমে বাজার আবারও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে।
বুধবারের বাজার পর্যালোচনা
আজ (০৮ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৭.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.৩৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৪১ পয়েন্ট কমে ২ হাজার ৫১.৫৩ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১০৫টির দর বেড়েছে, ২২১টির দর কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কর্মদিবসের ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার তুলনায় ১৭৫ কোটি ৬১ লাখ টাকা কম।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১২ কোটি ২২ লাখ টাকার তুলনায় কম। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসই-এর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৯.১৪ পয়েন্টে।