ঢাকা   শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ডে চূড়ান্ত অনুমোদন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ২ অক্টোবর ২০২৫

সর্বশেষ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ডে চূড়ান্ত অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবনবিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (এনএলআই) তাদের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভা সম্পূর্ণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক কাজী মাহমুদা জামান।


সভায় উপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্য মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এএসএম মাঈনুদ্দিন মোনেম, ডা. শামীম খান, মাশফিকুর রহমান, নাহরীন রহমান, রাজিয়া সুলতানা ও মামুনুর রশীদ। তাঁরা সবাই ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

কেবল পরিচালকরাই নন, কোম্পানির শীর্ষ নির্বাহীরাও এজিএমে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সিইও মো. কাজিম উদ্দিন, এএমডি মো. খসরু চৌধুরী, ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এবং কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদিত হয় ২০২৪ সালের আর্থিক বছরের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। লভ্যাংশ অনুমোদনের এই সিদ্ধান্তকে শেয়ারহোল্ডাররা কোম্পানির ধারাবাহিক উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখছেন।


চার দশক অতিক্রম করে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এখন দেশের বিমা খাতে একটি আস্থার প্রতীক। শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধতা ও গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি আগামীতেও ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি ধরে রাখবে বলে আশা করছে কোম্পানি।

সর্বশেষ