
শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের বিরুদ্ধে পরিচালিত অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গুরুতর অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কোম্পানির পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রতিবেদন প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
তদন্তে দেখা গেছে, একমি পেস্টিসাইডস লিমিটেডের পরিচালনা পর্ষদের চারজন সদস্য—চেয়ারম্যান মিসেস শান্তা সিনহা, ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান সিনহা, পরিচালক আহসান হাবিব সিনহা এবং পরিচালক কে এম হেলুয়ার; কোম্পানি সচিব সবুজ কুমার ঘোষ এবং চিফ ফাইনান্সিয়াল অফিসার সেলিম রেজা এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রি-আইপিও প্লেসমেন্টে অর্থ না দিয়ে শেয়ার পাওয়ার অভিযোগে আরও কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান—মো. আফজাল হোসেন, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মো. মতিউর রহমান, বিক্রমপুর পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তফাজ্জল হোসেন ফরহাদ, জাভেদ এ মাতিন, বেঙ্গল অ্যাসেটস হোল্ডিংস লিমিটেড, চিটাগং পেস্টিসাইডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, আঞ্জুমান আরা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার, এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এমডিএ), তৌহিদা আক্তার, মো. রুহুল আজাদ ও রাণু ইসলাম—কে অভিযোগভুক্ত করা হয়েছে।
একমি পেস্টিসাইডস লিমিটেডের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল) প্রসপেক্টাসে মিথ্যা বা অসংগত তথ্য দাখিলের মাধ্যমে দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে তার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, প্রি-আইপিও-কালিন কোম্পানির আর্থিক প্রতিবেদনে বাস্তব তথ্য সন্নিবেশ না করায় নিরীক্ষক সিরাজ খান বসাক অ্যান্ড কোং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় এনফোর্সমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে। একইভাবে, আইপিও থেকে সংগৃহীত অর্থ ব্যবহারের বিষয়টি সঠিকভাবে প্রতিবেদনে না দেখানোর কারণে নিরীক্ষক শফিক বসাক অ্যান্ড কোং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) প্রেরণ করা হয়েছে।