ঢাকা   বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

লাভেলোর শেয়ার কারসাজি ফাঁস: তিন বিও অ্যাকাউন্টে লেনদেন বন্ধ, শেয়ার দর ধসে পড়ল

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

লাভেলোর শেয়ার কারসাজি ফাঁস: তিন বিও অ্যাকাউন্টে লেনদেন বন্ধ, শেয়ার দর ধসে পড়ল

শেয়ারবাজারে আলোচিত কোম্পানি তৌফিকা ফুডস ও লাভেলো আইসক্রিমের শেয়ার কারসাজি ঠেকাতে তিনটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের বিক্রি স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কারসাজির প্রমাণ মিলেছে
বিএসইসি'র মুখপাত্র আবুল কালাম বলেন, তদন্তে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে এই তিনটি বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার কারসাজি হয়েছে। এজন্য চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই যাতে কারসাজিকারীরা অর্জিত শেয়ার বিক্রি করতে না পারে, সেজন্যই এই বিক্রি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

যেসব অ্যাকাউন্টে লেনদেন বন্ধ

  • সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট

  • সিবিসি ক্যাপিটালের চেয়ারম্যান জুয়াং লিফেং

  • তৌফিকা ইঞ্জিনিয়ারিং (তৌফিকা ফুডস ও লাভেলোর সহযোগী প্রতিষ্ঠান)

২০২৫ সালের আগস্ট পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো কোম্পানিটির ৬৭ লাখ ৭৮ হাজার ২৮৩টি শেয়ার (৭.২৫%) ধারণ করেছে। স্থগিতাদেশ কার্যকর থাকবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত

কেবল বিক্রি বন্ধ, কেনা যাবে শেয়ার
তদন্তে দেখা গেছে, ২০২৫ সালের জুন পর্যন্ত নিয়মিত কারসাজি চলেছে এসব অ্যাকাউন্টে। তবে এখন থেকে তারা লাভেলো ও তৌফিকা ফুডসের শেয়ার কিনতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। অন্য কোনো কোম্পানির শেয়ার লেনদেনে কোনো বাধা থাকবে না।

শেয়ারদরে ধস
এই খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএসইতে উত্থানের বাজারেও লাভেলো আইসক্রিমের শেয়ার ৩.১৫% কমে ৯৮ টাকা ৪০ পয়সায় নেমে এসেছে।


কোম্পানির আর্থিক অবস্থার চিত্র

  • ২০২৪ অর্থবছরে রাজস্ব: ৯৯ কোটি ২১ লাখ টাকা (আগের বছর ৯৪ কোটি ৩৭ লাখ)

  • নিট মুনাফা: ১২ কোটি ১৮ লাখ টাকা (আগের বছর ১০ কোটি ৫৩ লাখ)

  • ইপিএস: ১.৪৩ টাকা (১৫.৩২% বৃদ্ধি)

  • এনএভি: ১৩.৩৭ টাকা

  • ডিভিডেন্ড: ২০২৪ সালে ১০% ক্যাশ ও ১০% বোনাস, আগের বছর ১০% ক্যাশ

শেয়ারদরে অস্বাভাবিক ওঠানামা

  • জানুয়ারি ২০২৪: ২৯.৮০ টাকা

  • জুন ২০২৫: ৭৮–১০৮ টাকার মধ্যে লেনদেন

  • বর্তমানে: ৯৮.৪০ টাকা

মালিকানা কাঠামো

  • স্পনসর ও পরিচালক: ৩৮.৬৬%

  • প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী: ২৫.২৫%

  • সাধারণ বিনিয়োগকারী: ৩৬.০৯%

২০১৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি ২০২১ সালে আইপিও’র মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ করে।