
সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ইতিবাচক প্রবণতায় দিন শেষ করলেও টাকার অংকে লেনদেন খানিকটা কমেছে। দিন শেষে ডিএসইতে মোট ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের তুলনায় প্রায় ৩২ কোটি ১৯ লাখ টাকা কম। তবে এ নিম্নমুখী লেনদেনের মাঝেও খাতভিত্তিক উত্থান ঘটেছে ৭ খাতে। ডিএসই ও আমারস্টক সূত্র এ তথ্য জানিয়েছে।
লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক খাত। খাতটিতে এদিন ৯৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ২৫ কোটি ৮৮ লাখ টাকা বেশি। একক কোম্পানির মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউসিবির, যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৯ লাখ ৩১ হাজার টাকা।
দ্বিতীয় অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। খাতটির মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি ৯০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২০ কোটি ৮৭ লাখ টাকা বেশি। এ খাতে সবচেয়ে আলোচিত ছিল লাভেলো আইস্ক্রিম, যার শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে কাগজ ও প্রকাশনা খাতে। খাতটিতে মোট লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৫ কোটি ৪৭ লাখ টাকা বেশি। এ খাতের মধ্যে সোনালী পেপার শীর্ষে থেকে লেনদেন করেছে ১২ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকার।
অন্য চার খাতের মধ্যে—
• মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭০ লাখ টাকা,
• সিমেন্ট খাতে ১০ কোটি ৫০ লাখ টাকা,
• ভ্রমণ ও অবকাশ খাতে ৯ কোটি ৯৭ লাখ টাকা,
• আর পাট খাতে ৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর বাজার বিশ্লেষণে বলা হয়েছে, সামগ্রিকভাবে টাকার অংকে লেনদেন কমলেও খাতভিত্তিক উত্থান বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সঙ্কেত দিয়েছে।