
বিদায়ী সপ্তাহে (০৭ আগস্ট-১১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে রবি আজিয়াটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৩৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯২ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ২২ কোটি ২১ লাখ টাকা, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ৮৩ লাখ টাকা, সিটি ব্যাাংকের ১৮ কোটি ৪৪ লাখ টাকা, ইজেনারেশনের ১৬ কোটি ৮১ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৬ কোটি ২৫ লাখ টাকা. লাভেলো আইমক্রীমের ১৬ কোটি ০৬ লাখ টাকা এবং রূপালী লাইফ ইন্স্যুরেনেন্সের ১৬ কোটি ১৩ লাখ টাকার।