
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের (টাকার অংকে) শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি.। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ সিটি ব্যাংক পিএলসি.-এর ৪৬ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লি:। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৯ লক্ষ১৫ হাজার ২০০ টাকার।
৩১ লক্ষ ৪৫ লক্ষ০৯হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমস পিএলসি., ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস , ব্র্যাক ব্যাংক পিএলসি., আই পি ডি সি ফাইন্যান্স , সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লি., বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।