
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচক নিম্নমুখী থাকলেও কয়েকটি কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৫৮৩.৭৮ পয়েন্টে।
মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির দর বেড়েছে, ২৪৪টির কমেছে এবং বাকিগুলো অপরিবর্তিত ছিল। তবে বাজারজুড়ে দরপতন দেখা দিলেও বিনিয়োগকারীদের প্রবল চাহিদায় ৭ কোম্পানির শেয়ার হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
চাহিদায় এগিয়ে থাকা কোম্পানিগুলো হলো— ইনটেক, দেশ গার্মেন্টস, বঙ্গজ, বে-লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং।
এর মধ্যে ইনটেকের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে। কোম্পানিটির দর ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩৪ টাকা ১০ পয়সায়। দিনশেষে মোট ৬ কোটি ৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দেশ গার্মেন্টসের শেয়ারও বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। এর দর ১২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪০ টাকায়। এদিন কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ২৩ লাখ ৮১ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে ছিল বঙ্গজ। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৪১ টাকা ৩০ পয়সায়। দিনশেষে ১১ কোটি ৩১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্যদিকে বে-লিজিংয়ের দর বেড়েছে ৪০ পয়সা (৯.০৯ শতাংশ), ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা (৭.৪১ শতাংশ), ফাস ফাইন্যান্সের ১০ পয়সা (৫.৮৮ শতাংশ) এবং প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা (৫.২৬ শতাংশ)। এদিন এ শেয়ারগুলোর সর্বশেষ দর ছিল যথাক্রমে ১ টাকা ৪০ পয়সা, ২ টাকা ৯০ পয়সা, ১ টাকা ৮০ পয়সা এবং ২ টাকা।