
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়, যা দেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জেএমআই গ্রুপের এই হাসপাতালটি ভারতের প্রখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল (অ্যাপোলো ক্লিনিক) থেকে লাইসেন্সপ্রাপ্ত। এর ফলে বাংলাদেশে আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নবউদ্বোধিত জেএমআই স্পেশালাইজড হাসপাতালে জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের মালিকানা রয়েছে ৬৫ শতাংশ। হাসপাতালটির প্রধান লক্ষ্য হলো অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে দেশের রোগীদের উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা।