
শেয়ারবাজারে সক্রিয় এক শ্রেণির অসাধু ব্যক্তি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নাম, ঠিকানা ও লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনব কৌশলে এই প্রতারণামূলক কর্মকাণ্ড বিনিয়োগকারীদের ঝুঁকির মধ্যে ফেলছে।
বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়ে ডিএসই ইতোমধ্যে রেগুলেটর, সব ব্রোকারেজ হাউস, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। পাশাপাশি, ওয়েবসাইটে ব্যানারের মাধ্যমে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে। এমনকি ক্ষিলক্ষেত থানায় অভিযোগ দাখিল করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তও চলছে।
ডিএসই স্পষ্ট জানিয়েছে, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র বৈধ মাধ্যম হলো ডিএসই ও সিএসই অনুমোদিত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ। অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে কেউ কোনো প্রস্তাব দিলে তা বৈধ নয়। তাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান—সচেতন হোন, প্রতারণা থেকে দূরে থাকুন এবং বুঝে-শুনে বিনিয়োগ করুন।