
শেয়ারবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৯৬৮তম সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদন করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই খসড়াটি অনুমোদন করা হয়।
শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এই খসড়া বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো মার্জিন অর্থায়নে বিদ্যমান প্রাতিষ্ঠানিক, ঋণ এবং পদ্ধতিগত ঝুঁকি কমানো। একই সঙ্গে, এর মাধ্যমে সুষ্ঠু অর্থায়ন ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
ইতিমধ্যে এই খসড়া বিধিমালাটি বিএসইসি’র ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকগুলোতে জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হয়েছে। অংশীজন, বিনিয়োগকারী এবং সাধারণ জনগণের কাছ থেকে পরামর্শ, মতামত এবং আপত্তি আহ্বান করেছে কমিশন।
খসড়া মার্জিন বিধিমালা নিয়ে গত ১৯ আগস্ট শেয়ারনিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যার লিঙ্ক নিচে দেয়া হল-
মার্জিন ঋণের নতুন শর্ত, সীমিত আয়ের ব্যক্তিরা বাদ
প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে। এরপর এটি গেজেটে প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে বলে বিএসইসি জানিয়েছে।