
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা সোহেলা হোসেন কোম্পানিটির ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তিনি ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করবেন। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা বাজারে ইতিবাচক সংকেত হিসেবে গণ্য হবে। এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে এবং শেয়ারবাজারের লেনদেনের গতিশীলতাকে উজ্জীবিত করতে পারে। বিশেষ করে ব্যাংক খাতের শেয়ারগুলিতে উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাজারে স্থিতিশীলতার বার্তা দেয়।