
দেশের দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণের (merger) আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করার রূপরেখা চূড়ান্ত করে শিগগিরই সরকারের কাছে চিঠি পাঠাচ্ছে। এই চিঠিতে একীভূতকরণের জন্য প্রয়োজনীয় তহবিল এবং শেয়ারের ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যে পাঁচটি ব্যাংক একীভূত হচ্ছে
নতুন 'ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স ২০২৫'-এর অধীনে বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই ব্যাংকগুলোর চারজন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে অংশ নেওয়া একজন চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার খুব শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে এবং ব্যাংকগুলোকে চিঠি পাঠাবে। তবে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন দাবি করেন, তাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি এবং তার ব্যাংক অন্য দুর্বল ব্যাংকগুলোর চেয়ে ভালো অবস্থানে আছে। তিনি বলেন, "আমরা একীভূতকরণের পক্ষে নই এবং আমাদের বাদ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের আবেদন গ্রহণ করেনি।"
দুর্বল আর্থিক অবস্থার কারণ
এর আগে গত জুনে আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি এবং আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর ফরেনসিক নিরীক্ষায় এই ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থা উঠে আসে। নিরীক্ষায় দেখা যায়, তাদের খেলাপি ঋণের পরিমাণ আগে যা দেখানো হয়েছিল, তার চেয়ে চার গুণ বেশি। এই ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়। একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে এই ব্যাংকগুলোকে সাময়িকভাবে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে।
তারল্য সহায়তা প্রত্যাখ্যান
বৈঠকে পাঁচটি ব্যাংক আবারও বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তা চায়, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তা প্রত্যাখ্যান করে। ব্যাংক একীভূতকরণ চলাকালীন নতুন কোনো তহবিল সরবরাহ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
এই একীভূতকরণের পদক্ষেপটি অন্তর্বর্তী সরকারের ব্যাংক খাতকে স্থিতিশীল করার বৃহত্তর পরিকল্পনার অংশ। নতুন 'ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স ২০২৫' বাংলাদেশ ব্যাংককে সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে।