
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নূরানি ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড-এর কারখানা বর্তমানে বন্ধ রয়েছে বলে নিশ্চিত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সোমবার (২১ জুলাই) ডিএসইর একটি পর্যবেক্ষক দল সরেজমিনে কোম্পানির কারখানা পরিদর্শনে গেলে তারা প্রতিষ্ঠানটি বন্ধ অবস্থায় দেখতে পান।
ডিএসই সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং তালিকাভুক্ত কোম্পানির প্রকৃত অবস্থা জানতেই এ ধরনের পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
উল্লেখ্য, নূরানি ডাইং একটি টেক্সটাইল খাতভুক্ত কোম্পানি, যেটি দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম ও আর্থিক অবস্থা নিয়ে নানা প্রশ্নের মুখে রয়েছে।