
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহত রাঙামাটির রাজস্থলীর কিশোর উক্যসাইন মারমা (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা উসাই মং মারমা।
নিহত উক্যসাইন মারমা রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ায়। পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন উক্যসাইন।
তার মাসি মেমে সাইন জানান, দুর্ঘটনার পর আইসিইউতে একটানা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমায় এই শিক্ষার্থী।
মর্মান্তিক এই ঘটনায় রাজস্থলীর বাঙালহালিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত উক্যসাইন মারমার বাবা উসাই মং মারমা রাজস্থলী উপজাতীয় আবাসিক স্কুলের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত এবং মা তেজিপ্রু মারমা বান্দরবানের রুমা উপজেলার ক্যটেইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
উসাই মং মারমা জানান, বুধবার (২৩ জুলাই) নিজ গ্রাম বাঙালহালিয়ায় তার ছেলের শেষকৃত্য (দাহক্রিয়া) সম্পন্ন করা হবে। তিনি আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের পুণ্যরাশি দানের মাধ্যমে দাহক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিমান দুর্ঘটনায় নিহত উক্যসাইন মারমা।