
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় পাইলটসহ হতাহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এক বার্তায় জানান, ডিএসই কর্তৃপক্ষ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তারা।